ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, আগস্ট ২৭, ২০১৭
যে কারণে ক্ষমা চাইলেন শাহরুখ শাহরুখ খান ও মিতালি রাজ (ছবি: সংগৃহীত)

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড বাদশাখ্যাত তারকা অভিনেতা শাহরুখ খান। কি এমন ঘটেছিলো তবে?

বিভিন্ন প্রতিবেদনের সূত্রে জানা যায়, টেলিভিশন টক শো ‘টেড টকস ইন্ডিয়া’র একটি পর্বে হাজির হওয়ার কথা ছিলো প্রযোজক করণ জোহর, ক্রিকেটার মিতালি রাজ ও শাহরুখ খানের। কিন্তু সময়মতো সেটে উপস্থিত হতে পারেনি কিং খান।

এ কারণে ওই পর্বের দৃশ্যধারণের জন্য চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মিতালিকে। অনিচ্ছাকৃত বিলম্বের জন্য মিতালির কাছে দুঃখ প্রকাশ করেছেন বলিউড বাদশা। দেরি হওয়ার কারণ জানিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি।

ক’দিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে তার সহশিল্পী ছিলেন আনুশকা শর্মা। কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।