ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

৮ মাসেই অভিষেক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, আগস্ট ২৬, ২০১৭
৮ মাসেই অভিষেক! মা কারিনা কাপুর খানের সঙ্গে তৈমুর আলি খান (ছবি: সংগৃহীত)

বয়স মাত্র আট মাস। এর মধ্যেই নাকি বলিউড অভিষেক হচ্ছে তৈমুর আলি খানের! শোনা যাচ্ছে, ‘বীরে ডি ওয়েডিং’ ছবিতে মা কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে ছোট তৈমুরকে। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা যায়, ‘বীরে ডি ওয়েডিং’ ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে তৈমুর আলি খানকে।

যদিও এই দাবিকে সম্পূর্ণ গুজব বলেছেন করিনার মুখপাত্র।

তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘‘এটি গুজব। ‘বীরে ডি ওয়েডিং’-এ তৈমুরকে কোনও অতিথি চরিত্রে দেখা যাবে না। এটি হয়তো কারও কল্পনা। ’’

এদিকে শিগগিরই ‘বীরে ডি ওয়েডিং’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। এতে তার সহশিল্পী সোনম কাপুর ও স্বরা ভাস্কর।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।