ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

একটি বিশেষ তালিকায় তারা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, আগস্ট ২৫, ২০১৭
একটি বিশেষ তালিকায় তারা  তৌসিফ, তমা মির্জা ও তামিম মৃধা

একটি বিশেষ তালিকায় নাম পাওয়া গেছে তিনজন অভিনয়শিল্পীর। তারা হলেন, তৌসিফ মাহবুব, তমা মির্জা আর তামিম মৃধা। মজার তথ্য হলো, তিনজনেরই নামের শুরু ‘ত’ দিয়ে। তাহলে তালিকাটি কিসের?

ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা তৌসিফ মাহবুব ও তামিম মৃধা। ঈদের বিশেষ একটি নাটকে তাদের সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা।

এর নাম ‘দ্য লিস্ট’ (তালিকা)। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ শেষ করেছেন তারা।  

তমা জানান, ‘দ্য লিস্ট’ কোনো টিভিতে প্রচার হবে না। এবারই প্রথম তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। সিএমভির প্রযোজনায় মোশন রকের কারিগরি সহায়তায় তৈরি হয়েছে এটি। আর বি প্রীতমের পরিচালনায় সাত পর্বের ওয়েব সিরিজটিতে বিশেষ চরিত্রে থাকছেন মডেল নায়লা নাঈম।

তমা মির্জা বলেছেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। তাই কাজটি নিয়ে আমার বাড়তি মনযোগ ছিলো। আশা করছি ইতিবাচক সাড়া পাবো। ’

নির্মাতা জানান, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৭টায় এটি উপভোগ করা যাবে ইউটিউব ও বাংলাফ্লিক্স-এ।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।