ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

শিরোনামহীন নয়, তুহিনের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, আগস্ট ২৫, ২০১৭
শিরোনামহীন নয়, তুহিনের গান শিরোনামহীন ব্যান্ডের গায়ক তুহিন

শিরোনামহীন ব্যান্ডের অনেক গানই তরুণদের মুখে মুখে ফেরে। এগুলোর কণ্ঠ তুহিনের। দীর্ঘদিনের ব্যান্ডের নতুন গান নেই বাজারে। এবার ঈদ উপলক্ষে ব্যান্ডের বাইরের একটি গানে কণ্ঠ দিয়েছেন তুহিন। 

‘তবু’ শিরোনামের এই গানটির কথা আর সুর তৈরি করেছেন আহমেদ রাজীব।  

এ ব্যাপারে তুহিন বলেছেন, ‘ব্যান্ডের বাইরে সচরাচর গাওয়া হয় না।

নাটক-চলচ্চিত্রের জন্য এক দু'টি গান করেছি, তবে অডিওতে একেবারেই গাওয়া হয়নি। কারণ, ইচ্ছে হয় না। প্রচুর প্রস্তাব পাই কিন্তু নিজের চাওয়ার সঙ্গে আসলে মেলে না। তাই আর গাওয়া হয় না। আশা করছি, এটি শ্রোতাদের ভালো লাগবে। ’

বিশেষ এই গানটি সিএমভির ব্যানারে ঈদে প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক, রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।