ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

যে কারণে শাহরুখপত্নীকে এড়িয়ে গেলেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, আগস্ট ২৫, ২০১৭
যে কারণে শাহরুখপত্নীকে এড়িয়ে গেলেন কারিনা গৌরী খান ও কারিনা কাপুর খান (ছবি: সংগৃহীত)

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে নিজের প্রথম ইন্টেরিয়র স্টোর উদ্বোধন করেছেন শাহরুখ খানের সহধর্মিণী গৌরী খান। এ উপলক্ষে গত ২২ আগস্ট পার্টির আয়োজন করেন তিনি। এখানে তার নিমন্ত্রণ রক্ষা করে এসেছিলেন শ্রীদেবী, মালাইকা অরোরা, কারিশমা কাপুর ও অমৃতা অরোরার মতো তারকারা।

তবে হতবাক করা ব্যাপার হলো,  অনুষ্ঠানে কারিশমা হাজির থাকলেও দেখা যায়নি তার ছোট বোন কারিনা কাপুর খানকে। শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণেই নাকি গৌরীর অনুষ্ঠান এড়িয়ে গেছেন বেবো (কারিনার ডাকনাম)।

সবশেষ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ ও কারিনা। কিন্তু এর দৃশ্যধারণ চলাকালীন নাকি সাইফ আলি খানের সঙ্গে ‘এজেন্ট বিনোদ’ ছবির পেছনে বেশি সময় দিয়েছেন কারিনা। এ কারণে তার সঙ্গে আর কখনো কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কিং খান। এরপর থেকেই শুরু তাদের দ্বন্দ্ব।

এদিকে শিগগিরই ‘বীরে ডি ওয়েডিং’ নামের একটি ছবির কাজ শুরু করবেন কারিনা। এতে তার সঙ্গে থাকবেন সোনম কাপুর ও স্বরা ভাস্কর।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।