ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

২০০ যমজ নিয়ে ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, আগস্ট ২৪, ২০১৭
২০০ যমজ নিয়ে ট্রেলার প্রকাশ ‘জড়ুয়া টু’ ছবির পোস্টার

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীত ছবি ‘জুড়ুয়া’। যেখানে প্রেম ও রাজা দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের এই সুপারস্টার। খুব শিগগিরই মুক্তি পাবে এর দ্বিতীয় কিস্তি ‘জড়ুয়া টু’। এতেও থাকছে যমজ ভাইয়ের কীর্তিকলাপ। তবে সালমানের পরিবর্তে এবারের ছবির নায়ক বরুণ ধাওয়ান।

গত ২১ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘জড়ুয়া টু’র ট্রেলার। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ানকে।

তবে চমকপ্রদ তথ্য হলো- ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০ যমজ। ফলে মুক্তির আগেই ‘জড়ুয়া টু’ গড়ে ফেললো অন্যরকম এক রেকর্ড। এর আগে বলিউড সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠানে এতো বিপুলসংখ্যক যমজের উপস্থিতি দেখা যায়নি।

ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জুড়ুয়া টু’তে বরুণের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। ভারত ও যুক্তরাজ্যে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। আগের ছবির ‘ওনচি হ্যায় বিল্ডিং’ এবং ‘তান তানা তান’ গান দুটির রিমিক্স সংস্করণ থাকছে এতে।

** ‘জুড়ুয়া টু’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।