ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আবার বিয়ে করছেন কালকি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, আগস্ট ২৩, ২০১৭
আবার বিয়ে করছেন কালকি! কালকি কোচলিন (ছবি: সংগৃহীত)

নিজের অনাবৃত ছবি শেয়ার করার কারণে গত কয়েকদিন ধরেই সমালোচনার মুখে রয়েছেন কালকি কোচলিন। এবার নতুন এক কারণে খবরের শিরোনামে এসেছে বলিউডের এই অভিনেত্রীর নাম। শোনা যাচ্ছে- আবার বিয়ে করতে যাচ্ছেন তিনি।
 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কথিত প্রেমিক জিম সার্ভের সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন কালকি। এ প্রসঙ্গে ‘দেব ডি’খ্যাত এই তারকাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘না! আমার মনে হয় না আবার বিয়ে করবো।

২০০৯ সালে ‘দেব ডি’ ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপের প্রেমে পড়েন কালকি কোচলিন। এরপর দু’বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন তারা। তবে সে সংসার বেশিদিন টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদ হয়ে যায় এই জুটির।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।