ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ফিল্ম নয়, টেলিফিল্মে জুটি বাঁধলেন মিলন-নিপুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, আগস্ট ২১, ২০১৭
ফিল্ম নয়, টেলিফিল্মে জুটি বাঁধলেন মিলন-নিপুন নিপুন ও মিলন, ছবি: সংগৃহীত

মিতু আর রাজিব ভালোবেসে বিয়ে করেছে। কয়েক বছরে তাদের মধ্যে সন্দেহের মাত্রা বেড়ে গেছে। রাজিব অফিস থেকে দেরি করে বাসায় এলে সন্দেহ করে মিতু, আবার কোনো কারনে আগে চলে এলেও সন্দেহ করে। এ নিয়ে প্রতিদিনই ঝগড়া হয় দু’জনার মধ্যে।

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘প্রেমের ঘুনপোকা’। এতে জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলন ও নিপুন।

দু’জনই বড়পর্দার শিল্পী। ঈদ উপলক্ষে এই জুটিকে এবার পাওয়া যাবে টিভিতে।  

গল্পে আরও দেখা যাবে, একদিন রাজিব সন্ধ্যায় ফিরে দেখে বাসায় তালা। দারোয়ান চাবি দিয়ে জানায় মিতু মায়ের বাড়ি চলে গেছে। রাজিব মিতুর মোবাইলফোনে কল দিয়েও পায় না। হঠাৎ কলিংবেল বাজে। রাজিব দরজা খুলে দেখে ঐশি ব্যাগ নিয়ে হাজির। সে তার স্বামী সাজুর সঙ্গে রাগ করে জামালপুর চলে যাবে, কিন্তু রাতটা থাকতে চায় রাজিবের এখানে। ঐশি, রাজিব আর সাজু বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। রাজিব সাজুকে ঐশির আসার কথা জানাতে চাইলে সে আত্মহত্যার হুমকি দেয়।  

খুব ভোরে অভিমান নিয়েই বাসায় ফেরে মিতু। মিতু ঐশিকে তার বিছানায় শুয়ে থাকতে দেখে চটে গিয়ে ফের চলে যায় মিতু। মিতুর যাওয়ার পর হাজির হয় সাজু। রাজিব ও সাজু কথা বলে বুঝতে পারে তারা দু’জন একই রকম সমস্যায় ভুগছে। ঐশি নিজের ভুল বুঝতে পারে। অবশেষে তারা তিনজন মিলে মিতুর কাছে হাজির হয় সন্দেহ দুর করতে।  

এটিএন বাংলায় ঈদের নবম দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রেমের ঘুনপোকা’। এস এ হক অলীকের রচনা ও পরিচালনা নাটকটিতে আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নমিরা আহমেদ, তপন মুজমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।