ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ভালোবাসা ও সৌরভের গল্পের নায়িকারা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৭, আগস্ট ২১, ২০১৭
ভালোবাসা ও সৌরভের গল্পের নায়িকারা  ছবি: সংগৃহীত

পূর্ণিমা, নুসরাত ইমরোজ তিশা, মিথিলা, মেহজাবিন, মারিয়া নূর ও সাফা কবির— এই সুন্দরী তারকা অভিনেত্রীদের দেখা যাবে ঈদের বিভিন্ন নাটকে। এর মধ্যে অন্যতম হলো ‘ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজ। এই ছয় শিল্পীকে নিয়ে নাটকগুলো তৈরি করেছেন কয়েকজন গুণী নির্মাতা।

জনপ্রিয় তারকাদের নিয়ে লাক্সের ঈদ আয়োজন প্রতিবারই দর্শকের দৃষ্টি কাড়ে। ধারাবাহিকতা ধরে রাখতে এবারও থাকছে সাতটি নাটক।

তারকাবহুল প্রতিটি নাটকে থাকছে ভিন্ন স্বাদের গল্প। নাটকগুলো তৈরি করেছেন তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, শিহাব শাহীন, মাবরুর রশীদ বান্নাহ, সাফায়াত মনসুর রানা ও ইমরাউল রাফাত।  

গল্প, নির্মাণ, তারকা শিল্পীদের অভিনয়— এই বিষয়গুলোই সিরিজটিকে আলাদা করবে বলে আয়োজকদের বিশ্বাস। আরটিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ১০টা ১০ মিনিটে নাটকগুলো প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।