ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ম্যাডোনার পরিবারের প্রথম ছবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, আগস্ট ২০, ২০১৭
ম্যাডোনার পরিবারের প্রথম ছবি! ছয় সন্তানের সঙ্গে ম্যাডোনা (ছবি: সংগৃহীত)

প্রথমবারের মতো পপসম্রাজ্ঞী ম্যাডোনা তার গোটা পরিবারের একটি ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে তার সব সন্তানকে। ইতালির লেচ্চিতে ম্যাডোনার ৫৯তম জন্মদিনের অনুষ্ঠানে ছবিটি তোলা হয়।

শনিবার (১৯ আগস্ট) সকালে টুইটারের পাশাপাশি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামেও এটি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে’।

ম্যাডোনার ছয় সন্তানের দু’জন তার গর্ভের, বাকি চারজনই দত্তক। ছয় ভাইবোন একইরকম পোশাক পরে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মালাবি থেকে যমজ সন্তান দত্তক নেওয়ার কথা ইনস্টাগ্রামে জানান ম্যাডোনা। এর অনেক আগে আফ্রিকার একই দেশ থেকে ডেভিড ও মার্সিকে দত্তক নেন তিনি।

এই পরিবারের ভাইবোনেরা একসঙ্গে থাকে খুব কম। কারণ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে পড়েন ম্যাডোনার বড় মেয়ে লর্ডেস। একই শিক্ষা প্রতিষ্ঠানে ড্যান্স স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীদের দীক্ষা দেন ম্যাডোনা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।