ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

বড়পর্দায় মোশাররফের ঠোঁটে বাবুর গান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, আগস্ট ২০, ২০১৭
বড়পর্দায় মোশাররফের ঠোঁটে বাবুর গান ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিম

জনপ্রিয় ও জাঁদরেল দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিম। নাটক ও চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন তারা, পেয়েছেন বাহবা। এবার একটি চলচ্চিত্রে বাবুর গাওয়া গানের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন মোশাররফ। এমনটি এর আগে ঘটেনি।

২০ আগস্ট দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে বাবু বললেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমার কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন।

সেই কারণে মাঝে-মধ্যে গাই, ভালো লাগে। নতুন গানটি লোক ধাঁচের। আশা করছি, নিরাশ করবো না। ’

বাবুর গাওয়া গানটি থাকছে ‘সিতারা’ নামে একটি ছবিতে, যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করার কথা বলিউডের মাধুরী দীক্ষিতের। গত বছর ছবিটির ঘোষণা দেন নির্মাতা আশীষ রায়। এটি তৈরি হবে কলকাতায়।  

ধ্রুপদী লেখক আবুল বাশারের গল্প থেকে তৈরি হবে ছবিটি। মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে, ছবিতে তুলে ধরা হবে সীমান্তে চোরাচালানের বিষয়টি। ঘোষণার পর ছবিটি ফের আলোচনায় এলো বাবুর গাওয়া গানের সূত্র ধরে।

বাবু জানান, ‘মনপুরা’য় তার গান বেশ সমাদৃত হয়েছিলো। ‘সিতারা’র ক্ষেত্রেও তেমনটি ঘটবে কি-না, সময়ই বলে দেবে। তারিক তুহিনের কথায় ইমন সাহার সুর-সংগীতে চলতি মাসের শুরুতে গানটিতে কণ্ঠ দেন বাবু।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।