ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে আর নয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৪, আগস্ট ২০, ২০১৭
একসঙ্গে আর নয়! আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান (ছবি: সংগৃহীত)

করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের। এরপর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে। শোনা যাচ্ছে, বরুণের সঙ্গে অভিনয়ের জন্য আর কোনও ছবিতে চুক্তিবদ্ধ হবেন না আলিয়া। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে আলিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জানায়, এখন পর্যন্ত আটটি ছবিতে অভিনয় করেছেন বরুণ। অন্যদিকে, নয়টি ছবির কাজ করেছেন আলিয়া।

এর মধ্যে তিনটি ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন এই জুটি। এ কারণে জুটি হিসেবে কিছুটা বিরতির নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’র দৃশ্যধারণে ব্যস্ত বরুণ ধাওয়ান। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার সহশিল্পী জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু।

মেঘনা গুলজার পরিচালিত ‘রাজী’ নিয়ে ব্যস্ত আলিয়া। ছবিতে একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করবেন ভাটকন্যা।     

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।