ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

যমজ সন্তানের মা হচ্ছেন সোহা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, আগস্ট ১৯, ২০১৭
যমজ সন্তানের মা হচ্ছেন সোহা! কারিনা কাপুর খান, সোহা আলি খান ও কারিশমা কাপুর (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কুণাল খেমুর সঙ্গে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সোহা আলি খান। কয়েক মাস আগে নতুন অতিথি আগমনের সুসংবাদ জানান এই তারকা দম্পতি। এ কারণে পতৌদি পরিবারে এখন বইছে খুশির বন্যা। কিন্তু এই খুশি হয়তো দ্বিগুণ হতে চলেছে। শোনা যাচ্ছে, যমজ সন্তানের মা হবেন সোহা।

শুক্রবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে সোহার বেবি শাওয়ার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের এই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে একই রকম পোশাক পরেছিলেন দুই বোন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে হয়তো যমজ সন্তানের মা হতে যাচ্ছেন ‘তুম মিলে’খ্যাত এই তারকা। তবে এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

২০০৪ সালে ‘দিল মাঙ্গে মোর’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় সোনা আলি খানের। এরপর ‘রঙ সে বসন্তি’, ‘খোয়া খোয়া চান্দ’ ও ‘তুম মিলে’র মতো ছবিতে অভিনয় করেছেন সোহা। শুধু হিন্দি নয়, বাঙলা ছবিতেও অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।