ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

বাগদান সারলেন পূজা ব্যানার্জী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, আগস্ট ১৯, ২০১৭
বাগদান সারলেন পূজা ব্যানার্জী ছবি: সংগৃহীত

বাগদান সারলেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী। বুধবার (১৬ আগস্ট) মুম্বাইয়ে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে আংটি বদল করলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির তারকারা।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে পূজা ও কুণালের বাগদানের বেশ কয়েকটি স্থিরচিত্র।

২০০৮ সালে ‘কাহানি হামারা মহাভারত কি’ হিন্দি টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে নাম লেখান পূজা।

এরপর অনেক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১১ সালে তেলেগু ভাষার ‘ভিরু থেডা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর ‘মাচো মাস্তান’, ‘চ্যালেঞ্জ টু’, ‘লাভেরিয়া’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘প্রলয়’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।