ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

অটোরিকশায় চড়ে বাড়ি ফিরলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, জুন ১৪, ২০১৭
অটোরিকশায় চড়ে বাড়ি ফিরলেন সালমান ছবি: সংগৃহীত

দু’দিন আগে মুম্বাইয়ের খোলা রাস্তায় সাইকেল চালিয়ে ভক্তদের চমকে দিয়েছেন সালমান খান। এবার অটোরিকশায় চড়ে ভক্তদের আরও একবার চমকে দিলেন বলিউডের এই সুপারস্টার।

মঙ্গলবার (১৩ জুন) রাতে মুম্বাইয়ের মেহবুব স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা ভ্রমণ করেছেন তিনি। এসময় তার পরনে কালো রঙা টি-শার্ট ও বাদামী রঙা প্যান্ট।

সালমানের সঙ্গী তখন ছিলেন নির্মাতা রমেশ তৌরানি।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ করছেন সালমান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এছাড়া ‘টিউবলাইট’ ছবির প্রচারণা করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।