ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে সালমান ও প্রভাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুন ১৩, ২০১৭
একসঙ্গে সালমান ও প্রভাস! সালমন খান ও প্রভাস (ছবি: সংগৃহীত)

একজন বলিউডের দামি ব্যাচেলর, অন্যজন ভারতীয় ছবির নতুন সেনসেশন। একজনের নামই যথেষ্ট কোনো ছবির সাফল্যের জন্য।  এবার একসঙ্গে আসছেন সেই দুই তারকা। তারা হলেন— সালমান খান ও প্রভাস।

এসএস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এ অভিনয়ের সুবাদে তারকাখ্যাতির তুঙ্গে আছেন প্রভাস। তার ফ্যানের সংখ্যাও না-কি অনেক বেশি বলিউডের প্রথম সারির অভিনেতাদের তুলনায়।

প্রভাসকে নিয়ে এখন শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে জনপ্রিয় এই অভিনেতার। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন কেজো নিজেই।

অন্য সূত্র বলছে, রোহিত শেঠির ছবির মাধ্যমে বলিউড অভিষেক হচ্ছে প্রভাসের। তবে শুধু তিনি একা নন, এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে সুপারস্টার সালমান খানকেও। সবকিছু ঠিক থাকলে এটি হবে রোহিত-সালমানের প্রথম কাজ। প্রভাসকে নিয়ে কাজ করায় একটু ভয়ে রয়েছেন রোহিত। কেননা প্রভাসের বাজেট নিয়ে বেশ  চিন্তিত তিনি। কারণ এই ছবির জন্য ৮০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন প্রভাস। যা বি-টাউনের স্টারদের তুলনায় অনেক বেশি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।