ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, জুন ১৩, ২০১৭
মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার কৃতিকা চৌধুরি

কয়েক দিন ধরে দেখা না পেয়ে প্রতিবেশীরা ভেবেছিলেন, কাজেই হয়তো বাইরে কোথাও গিয়েছেন বি-টাউনের উঠতি মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরি। কিন্তু সন্দেহটা দানা বাঁধতে শুরু করে যখন ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে পঁচা-গলা অবস্থায় কৃতিকা চৌধুরির মরদেহ আবিস্কার করে। লাশটি যে কৃতিকার, এটি নিশ্চিত করেছেন প্রতিবেশিরা।

পুলিশ বলছে, কৃতিকার দেহ পঁচে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। ঘরে এসি চালু থাকায় মরদেহ পঁচতে কয়েকদিন সময় লেগেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মডেল-অভিনেত্রীকে। তবে শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানানো হয়।

পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরিতে চারবাংলো এলাকার ভৈরবনাথ এসআরএ সোসাইটিতে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন ২৩ বছর বয়সী কৃতিকা। তার বাড়ি আদতে হরিদ্বারে। কয়েক বছর ধরেই কাজের সূত্রে মুম্বাইয়ে থাকতেন তিনি। কিছু ডেইলি সোপে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌতের সঙ্গে ‘রাজ্জো’ ছবিতেও দেখা গেছ এই তরুণীকে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।