ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

‘এটা আমার মুখ, আমার শরীর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, জুন ৮, ২০১৭
‘এটা আমার মুখ, আমার শরীর’ শ্রুতি হাসান (ছবি: সংগৃহীত)

মনের কথা বলতে কখনও লজ্জাবোধ করেন না শ্রুতি হাসান। বিভিন্ন সময় সাহসী বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী। সৌন্দর্য বৃদ্ধির জন্য না-কি ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন শ্রুতি। সম্প্রতি এমনটাই গুঞ্জন রটেছে তাকে নিয়ে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এ কারণে বেশ চটেছেন তিনি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রুতি বলেন, ‘এটা আমার মুখ, আমার শরীর। আমি কি করবো না করবো এটি অন্যের ভাবার বিষয় না।

মানুষ আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কী লিখছেন তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। ’

‘বেহেন হোগি তেরি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত শ্রুতি। এতে লাখণৌ শহরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন অজয় পান্নালাল। এতে শ্রুতির বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও। ৯ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।