ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

‘লাইফ সাপোর্ট’-এ থাকা চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে ভোট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মে ৫, ২০১৭
‘লাইফ সাপোর্ট’-এ থাকা চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে ভোট  সোহেল রানা, ছবি: সংগৃহীত

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার (৫ মে) শেষ বিকেলে এফডিসিতে চলমান শিল্পী সমিতির নির্বাচনে প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সোহেল রানা সাংবাদিকদের জানান, দেশীয় চলচ্চিত্র শিল্প এখন লাইফ সাপোর্টে রয়েছে। একে বাঁচাতে হবে।

কিছু শর্তের সঙ্গে একমত পোষণ করায় একটি প্যানেলকে বিজয়ী হিসেবে দেখতে চান এক সময়ের জনপ্রিয় এই নায়ক। তার মতে, পছন্দের প্রার্থীরা দেশীয় চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এবার নির্বাচিত হলে এর বাস্তবায়নও দেখতে চান সবাই।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। এখন চলছে ভোট গণনা। রাতের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণার কথা রয়েছে। এবার তিনটি প্যানেলের অধীনে লড়ছেন প্রার্থীরা। প্যানেলগুলো হলো— ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সি ডাক-ইলিয়াস কোবরা।

তথ্য: সবুজ পারভেজ
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।