হঠাৎ করেই চলচ্চিত্রপাড়ায় চাউর হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস জুনিয়র-সহকর্মী চিত্রনায়ক জয় চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন! ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার পর তাদের প্রেম হয়েছে বলে গুঞ্জন রটেছে।
এরপর তাদের ফটোশুটসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়, যা নিয়ে অনেক দিন ধরেই বেশ চর্চা হচ্ছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের শিল্পীদের সম্মান সবার নিচে। তাদেরকে নিয়ে যে কেউ যখন তখন যা তা বলতে পারে! সম্প্রতি একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে লক্ষ করলাম, কিছু চলচ্চিত্র বোদ্ধা (শুধু নামেই) তারা একটি মিথ্যা, বানোয়াট; মনগড়া একটি কাহিনি বানিয়ে প্রচার করছেন। তাদেরকে একটি কথা বলতে চাই আপনাদের পরিবার নেই বিধায় কি আপনারা মনে করেন কারো পরিবার নেই?
এরপর নীড় লেখেন, যাকে নিয়ে আপনারা কথা বলছেন তাকে আমি এবং জয় সবসময় সম্মান করি এবং করে যাবো। একটি সুন্দর সম্পর্ক কিভাবে এক মিনিটে আপনারা নোংরা বানাতে পারেন? পর্দায় তারা নায়ক-নায়িকা এটা সত্য, কাজের খাতিরে যতটুকু কাজ করা লাগে ঠিক ততটুকু। এর বাইরে আমি স্ত্রী হয়ে কোনো দিন তাদের দিকে আঙুল তুলতে পারিনি। আপনারা এক মুহূর্তে কীভাবে এগুলো করতে পারেন? সে নিজেও আমাকে এবং জয়কে প্রচণ্ড রকমের স্নেহ করেন। আপনারা যে কথা বলছেন আমি স্বপ্নেও তা ভাবতে পারি না। আমার এবং জয়ের চলার পথে অপুদি (অপু বিশ্বাস) অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী। তাকে বা আমাদেরকে জড়িয়ে বাজে কথা বলা মানে আপনার নিজেদের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা। নিজের পছন্দের কথা জানিয়ে এই নায়িকা আরো লেখেন, এখন আপনারা বলবেন তাহলে আপনি স্যাড স্ট্যাটাস কেনো দিলেন? এটা আমার একান্তই পছন্দের বিষয় থেকে দেওয়া।
কারণ বাংলাদেশের মানুষ, মানুষের দুঃখ দেখতে বেশি পছন্দ করে। কেউ তার স্বামী, সংসার; সন্তান নিয়ে ভালো আছে দেখতে পারে না। আমি কখনোই আপনাদের এগুলো কথা গায়ে লাগাই না। বাংলাদেশে নায়কদের বউদের সুপার পাওয়ার থাকতে হয়, না হলে আপনাদের এই গাঁজাখুরি কথা হজম করতে পারবে না। সংসার জীবনে ভালো আছেন উল্লেখ করে নীড় বলেন, আমি সেই ৭০ দশকের বউ না যে স্বামীর পরকীয়া ধরার পরও চুপ করে শুয়ে কোল বালিশ ভেজাবো। এমন কিছু হলে আমি নিজেই আপনাদেরকে জানাবো বা জানাতাম। সংসার, সন্তান; স্বামী সামলাইতে গিয়ে প্রতিনিয়ত লাল সুতা বের হচ্ছে আমার।
ছোটো মানুষ তো এত ভালো ভাবে কিছু শিখে উঠতে পারিনি, হয়ে যাবে আসতে আসতে। আমার স্বামী তো আমাকে নিয়েই দৌড়ের উপর থাকে আর কারে সামলাবে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। একই দিন বিকেলে ফেসবুক স্ট্যাটাসে জয় চৌধুরী লেখেন, আমি সবসময় শ্রোতের বিপরীতে চলা একজন খোলা ডায়েরি। মিথ্যা আর প্যাচগোচের দুনিয়ায় আমি সত্য ও ন্যায়ের পথে চলতে পছন্দ করি।
এনএটি