ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

‘বাহুবলী থ্রি’ হবে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মে ৫, ২০১৭
‘বাহুবলী থ্রি’ হবে! ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বহুল আলোচিত ছবি ‘বাহুবলি: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এ দুই ছবির মধ্য দিয়ে গল্পটি শেষ হয়ে গেছে। এ কারণে এ ফ্র্যাঞ্চাইজির আর কোনো ছবি তৈরি হওয়ার ঘোষণা ছিলো না। দুই পর্বের সাফল্যের পর ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির আরও ছবি নির্মাণের ইঙ্গিত দিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি।

এ প্রসঙ্গে পশ্চিমা একটি গণমাধ্যমে রাজামৌলি বলেন, ‘আমাদের ছবির বাজার রয়েছে। আমরা যদি আকর্ষণীয় গল্প ছাড়াই শুধু ব্যবসার জন্য ছবি নির্মাণ করি তাহলে সেটি সততার সঙ্গে নির্মাণ হবে না।

কিন্তু কে জানে, যদি আমার বাবা (বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বাহুবলীর গল্প লিখেছেন) পূর্বের মতো আকর্ষণীয় গল্প পান তাহলে নির্মাণ বন্ধ করবো না, আমরা নতুন ছবি তৈরি করবো। ’

তিনি আরও বলেন, ‘ছবিটির গল্পে অনেক চ্যালেঞ্জ ছিলো। চরিত্র ও গল্প আমাদের পথ দেখিয়েছে। আমরা জানতাম একটি অঞ্চলে যথেষ্ট বাজার নেই। তাই আমরা গল্পটিকে সীমাবদ্ধ না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের বাজারটা বড় করতে চেয়েছি। এখন বাজার উন্মুক্ত ও আমাদের অনেক ভক্ত অনুসারি রয়েছে। আমরা আশা করিনি এতো আয় হবে। শুধু আয় না, ছবিটি ঘিরে এ রকম উন্মাদনাও অপ্রত্যাশিত। ’

গত ২৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। মুক্তির পর একের পর এক রেকর্ড ভাঙা ছবিটি মাত্র ছয় দিনে আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি।

এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামা কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।