ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ভোট দিয়ে কি বললেন তিন সুন্দরী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, মে ৫, ২০১৭
ভোট দিয়ে কি বললেন তিন সুন্দরী? জয়া আহসান, মিম ও মাহি (ছবি: বাংলানিউজ)

জয়া আহসান, বিদ্যা সিনহা সাহা মিম ও মাহিয়া মাহি— চলচ্চিত্রের ব্যস্ততম এই তিন নায়িকা। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত তারা। প্রিয় প্রার্থীকে ভোট দিতে দুপুর নাগাদ (৫ মে) এফডিসিতে ছুটে গিয়েছেন তারা। 

ভোট দিতে এসে জয়া আহসান সাংবাদিকদের বলেছেন, ‘এর আগেও আমি ভোট দিয়েছি। কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারেননি তারা।

এবার আশা করবো শিল্পীদের জন্য কাজ করবেন আমার পছন্দের প্রার্থীরা। ’

বিদ্যা সিনহা সাহা মিম ছিলেন কলকাতায়, ছবির শুটিংয়ে। শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে একদিনের ঝটিকা সফরে ঢাকায় আসেন তিনি। মিম বলেছেনন, ‘আমি এবারই প্রথম ভোটার হলাম। একটি ভোট অনেক মূল্যবান, তাই নষ্ট করতে চাইনি। ’ 

এদিকে মাহি বলেছেন, ‘আমি দ্বিতীয়বারের মতো ভোট দিয়েছি। আমার বিশ্বাস, আমার পছন্দের প্রার্থীরা জয়ী হবেন। ’

শুক্রবার (৫ মে) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে তারকাদের আনাগোনায় সরগরম এফডিসি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও/পিএএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।