ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন

নবীন-প্রবীণের ভোটাভুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, মে ৫, ২০১৭
নবীন-প্রবীণের ভোটাভুটি ভোট দিতে এসেছিলেন রোজিনা, আবুল হায়াৎ ও রুবেল (ছবি: সংগৃহীত)

নানা কারণে আলোচিত চলচ্চিত্র অঙ্গন। এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার (৫ মে) ভোট দেওয়ার জন্য সকাল থেকেই এফডিসিতে চলছে নবীন-প্রবীন শিল্পীদের আনাগোনা। উৎসবমুখর পরিবেশে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। 

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, বিকেল ৫টা পর্যন্ত চলবে। আবুল হায়াৎ, প্রবীর মিত্র, ফারুক, রোজিনা, রুবেল, মিম— প্রার্থীদের বাইরে এমন শিল্পীরা দুপরের আগেই ভোট দিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন। প্যালেন তিনটি হচ্ছে, ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।  

নায়কে নায়কে দেখা (ছবি: সংগৃহীত)এদিকে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রাতের মধ্যে ফল জানানোর চেষ্টা করবেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।