ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

নওয়াজুদ্দিন সিদ্দিকী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, মে ৪, ২০১৭
নওয়াজুদ্দিন সিদ্দিকী! ‘মম’-এর পোস্টারে নওয়াজুদ্দিন সিদ্দিকী

বিচিত্র চরিত্রে রূপদান করে নজর কেড়েছেন জাঁদরেল অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। জনপ্রিয় এই বলিউড তারকা নতুন রূপে হাজির হচ্ছেন ‘মম’ ছবিতে। তার স্থিরচিত্র ‍দিয়ে এবার প্রকাশ হলো ছবিটির আরেকটি পোস্টার।

এক সময়ের আলোচিত নায়িকা শ্রীদেবীর কামব্যাক ছবি হতে যাচ্ছে ‘মম’। কেন্দ্রীয় চরিত্রে তিনিই।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন নওয়াজুদ্দিন। শ্রীদেবীর পর এবার নওয়াজকে ঘিরে প্রকাশ করা হলো নতুন পোস্টার। এতেই ভিন্ন লুকে পাওয়া গেলো এই অভিনেতাকে।  

পোস্টারে নওয়াজুদ্দিন ব্রিফকেস হাতে একদৃষ্টে তাকিয়ে আছেন, তার চোখে চশমা, মাথার সামনের অংশ টাক, পেছনের দিকে লম্বা চুল, পোড় খাওয়া জ্ঞানী-গুণী মানুষের লুক নিয়েছেন এই শিল্পী। সব মিলিয়ে রহস্যময় একটি চরিত্রের ঈঙ্গিত দিয়েছেন ‘মম’-এর শিল্পী নওয়াজুদ্দিন।  

সাসপেন্স থ্রিলার নির্ভর ছবিটিতে আরও আছেন অক্ষয় খান্না। ‘মম’ পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার। ১৪ জুলাই মুক্তি পাচ্ছে এটি।

২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’র পর ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো শ্রীদেবীর দক্ষিণী ছবি ‘পুলি’। বিরতির পর এবার ‘মম’ হয়ে ফিরছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।