ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

গরুর মাংস খেয়ে বিতর্কিত কাজল (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, মে ২, ২০১৭
গরুর মাংস খেয়ে বিতর্কিত কাজল (ভিডিও) কাজল (ছবি: সংগৃহীত)

দু’দিন আগে বন্ধুদের নিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে, রায়ান নামে কাজলের এক বন্ধু একটি বিশেষ খাবার তৈরি করেছিলো তার জন্য। কাজল সেই খাবারটির নাম জানতে চাইলে রায়ান জানান, এটি গরুর মাংসের তৈরি একটি খাবার।

এরপর থেকেই নিন্দার ঝড় বইতে শুরু করে ‘দিলওয়ালে’খ্যাত এই তারকার ওপর। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কেনো গরুর মাংস খেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পর অবশ্য ভিডিওটি ডিলিট করে দেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

কাজল (ছবি: সংগৃহীত)এরপর টুইটারে তিনি জানান, ‘কোথাও একটা সংযোগের অভাব হচ্ছে। আমার বন্ধু গরুর মাংসের কথা বলেছিলো ঠিকই, কিন্তু ওই খাবারটিতে গরুর মাংস ছিলো না, সেটি আসলে মহিষের মাংস। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাই না। এটি আমার উদ্দেশ্য ছিলো না। ’’

কাজলের টুইটার থেকে ডিলিট করে দেওয়া সেই ভিডিও

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।