ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমিকের গান নয়, শ্রমিকের গান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৯, এপ্রিল ২৯, ২০১৭
প্রেমিকের গান নয়, শ্রমিকের গান ছবি: সংগৃহীত

প্রেম ও দেশপ্রেমের অনেক জনপ্রিয় গানের সুরকার বাসুদেব ঘোষ। তার সুরে গেয়েছেন প্রথম শ্রেণীর শিল্পীরা। নতুনদের জন্যও কাজ করছেন। এরই ধারাবাহিকতায় এবার মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য গান বাঁধলেন বাসু, তৈরি করেছেন পুরো অ্যালবাম। এতে তার সুরে গেয়েছেন ফকির আলমগীর, আগুনস এ প্রজন্মের শিল্পীরা।  

শনিবার (২৯ এপ্রিল) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে বাসুদেব ঘোষ বলেন, ‘বৈচিত্রপূর্ণ গান করতে সবসময়ই ভালো লাগে। প্রেম ও দেশপ্রেমের অনেক গান করেছি।

এবার শ্রমিকদের জন্য গান তৈরি করলাম। এমন কাজ এবারই প্রথম। ’

বাসু জানান, পাঁচ গানের এই মিশ্র অ্যালবামের নাম ‘চল মজদুর’। গোলাম মোর্শেদের কথায় সব গানের সুর-সংগীত করেছেন বাসু। ফকির আলমগীর, আগুন, বাসুর পাশাপাশি এতে গেয়েছেন পূর্ণ ও অপু। গানগুলোর শিরোনাম হলো, ‘চল মজদুর’, ‘মে দিবস নয়’, ‘ঝরাও মিছিল’, ‘মনে পড়ে মে’ ও ‘সকাল থেকে সন্ধ্যা’। অ্যালবামটি বাজারে ছেড়েছে কলের গান।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।