ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেক্ষাগৃহে ‘বাহুবলী টু’

একদিনে আয় ১০০ কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, এপ্রিল ২৮, ২০১৭
একদিনে আয় ১০০ কোটি! ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। আগেই ধারনা করা হচ্ছিলো মুক্তির পরও চমক অব্যাহত থাকবে ‘বাহুবলী টু’ ছবিটিকে ঘিরে। হলেও তাই। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিলো এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু’।
 

শুক্রবার (২৮ এপ্রিল) সারা বিশ্বের আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ছবিটি। আর এরই মধ্যে না-কি সালমান খানের ‘সুলতান’, আমির খানের ‘দঙ্গল’ ও শাহরুখ খানের ‘রইস’কে পেছনে ফেলে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে ‘বাহুবলী টু’।

শোনা যাচ্ছে, শুধু ভারতে ৬৫ থেকে ৭০ কোটি রুপি আয় করেলেছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।

এ বিষয়ে বাণিজ্য গবেষক অক্ষয় রাঠি জানান, ইতিমধ্যে বক্স অফিসে ৬০ থেকে ৭০ কোটি রুপি আয় করেছে প্র্রভাস ও রানা দগ্গুবাতি অভিনীত ছবিটি। এ থেকে ধারণা করা হচ্ছে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড তৈরি করবে ‘বাহুবলী টু’। এখানেই শেষ নয়, দর্শকরা পাগলের মতো অগ্রিম টিকেট কিনছেন। কেউ কেউ ১শ’ বা ২শ’ টি করে টিকেট ক্রয় করছেন।

কিন্তু আট হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ায় ধারণা করা হচ্ছে একদিনে ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে ‘বাহুবলী টু’। প্রতিটি প্রেক্ষাগৃহ এখন হাউসফুল রয়েছে। কাটাপ্পা কেনো বাহুবলীকে হত্যা করেছেন এই একটি প্রশ্নের উত্তর জানার জন্য উৎসাহিত সবাই।

ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ২৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।