ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

বিনোদের শেষকৃত্যে ক্ষুদ্ধ ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, এপ্রিল ২৮, ২০১৭
বিনোদের শেষকৃত্যে ক্ষুদ্ধ ঋষি কাপুর বিনোদ খান্না ও ঋষি কাপুর (ছবি: সংগৃহীত)

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) না ফেরার দেশে চলে গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা বিনোদ খান্না। ৭০ বছর বয়সী ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত অভিনেতাকে শেষবার শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের ওয়ারলি শ্মশানে হাজির হয়েছিলেন তারকারা।

তারকাদের তালিকায় আছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, অক্ষয় কুমার, রণধীর কাপুর, রমেশ সিপ্পি, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, সুভাষ ঘাই, সরোজ খান, রণদীপ হুদা, সালমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, দিয়া মির্জা, রণবীর সিং প্রমুখ। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, বলিউডে এখনকার প্রজন্মের কোনো তরুণ অভিনেতাকে দেখা যায়নি সেখানে।

আর এতেই চটে গেছেন ঋষি কাপুর।

এ প্রসঙ্গে ৬৪ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘এটি লজ্জাজনক যে, বিনোদের শেষকৃত্যে এ প্রজন্মের কোনো অভিনেতাকে দেখা যায়নি। যেখানে অনেকেই তার সঙ্গে কাজ করেছেন। যখন আমি মারা যাবো তখন আমাকে এভাবেই প্রস্তুতি নিতে হবে যে, আমাকে কাঁধে নেওয়ার মতো কেউ থাকবে না। ’

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।