ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মায়ের চরিত্রে প্রথম অভিনয় করেছি: নাদিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, এপ্রিল ২৭, ২০১৭
মায়ের চরিত্রে প্রথম অভিনয় করেছি: নাদিয়া নাদিয়া (ছবি: সংগৃহীত)

একে অপরের প্রতি মুগ্ধতা নিয়ে প্রেমের সম্পর্কে জড়ায়। পরিনতি আসে বিয়েতে। ঘর আলো করে দু’জনের কোলে আসে কন্যা সন্তান। কিন্তু সুখের ঘরে হঠাৎ নেমে আসে ঝড়।

একটি দুর্ঘটনায় বদলে যায় সব। পঙ্গুত্বের জীবন বরণ করে নিতে হয় স্বামীকে।

সংসার চালাতে গিয়ে করুণ বাস্তবতার মুখোমুখি স্ত্রী। অফিসের বসের সঙ্গে গড়ে উঠতে চায় অনৈতিক সম্পর্ক। অবহেলায় চিৎকার করে কাঁদে ভালোবাসা।  

প্রেম, বিয়ে ও দাম্পত্যের করুণ টানাপোড়েনের গল্প নিয়েই স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘বিসর্জন’।  সালহা খানম নাদিয়ার সঙ্গে এতে জুটি বেঁধেছেন নিরব ইসলাম। আরও আছেন একে আজাদ আদর।

বাংলানিউজের সঙ্গে আলাপে নাদিয়া বললেন, ‘মায়ের চরিত্রে প্রথমবার অভিনয় করেছি। এ দিক দিয়ে নতুনত্ব আছে। আর গল্পটাতে বার্তা আছে। সত্যিকারের ভালোবাসা কখনো ভুল পথে পা বাড়ায় না। ’

‘বিসর্জন’এর চিত্রনাট্য রচনা ও সংলাপ লিখেছেন পরিচালক মিনহাজ আল দ্বীন। বুধবার (২৬ এপ্রিল) সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘বিসর্জন’।  

‘বিসর্জন’-এ দুটি গান ব্যবহার করা হয়েছে। গেয়েছেন ইমরান ও সোহেল রাজ। এগুলো লিখেছেন স্নেহাশীষ ঘোষ ও লিমন আহমেদ।  

* উপভোগ করুন ‘বিসর্জন’: 

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।