ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

সালমা যখন ‘সালমা আক্তার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, এপ্রিল ২৬, ২০১৭
সালমা যখন ‘সালমা আক্তার’ সালমা

দারুণ সময় কাটাচ্ছেন জনপ্রিয় গায়িকা সালমা। নতুন গান তৈরি, মঞ্চ পরিবেশনা আর মেয়ে স্নেহাকে নিয়ে ভালো আছেন তিনি। এমন সময় পেলেন একটি সুখবর। ফেসবুক কর্তৃপক্ষ স্বীকৃতি দিয়েছে তাকে। ফেসবুকে তার পেজের নাম ‘সালমা আক্তার’।

বুধবার (২৬ এপ্রিল) সালমা বাংলানিউজকে বললেন, ‘প্রচারণার নতুন মাধ্যম এখন ফেসবুক। বিশ্বব্যাপী তারকারা নিজেদের খবরাখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন ফেসবুকে।

তাদের তালিকায় এবার যুক্ত হলো আমার নাম। এটা নিশ্চয়ই ভালো লাগার ব্যাপার। ’

সালমা জানান, এখন থেকে তার সব নতুন খবর পাওয়া যাবে ফেসবুক পাতায়। পাশাপাশি তার নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট ও পেজ এড়ানোর জন্য ভক্তদের অনু্রোধ করেছেন সালমা।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসও      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।