ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ইরেশ-তিশার সঙ্গে নাটকে জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, এপ্রিল ২০, ২০১৭
ইরেশ-তিশার সঙ্গে নাটকে জয় জয় শাহরিয়ারের সেলফিতে তিশা ও ইরেশ যাকের

‘আমি আপাদমস্তক গানের মানুষ। গান নিয়েই থাকতে চাই। দুটো কারণে নাটকে অভিনয়ে রাজি হয়েছি। প্রথমত নির্মাতা আমার কাছের বড়ভাই, দ্বিতীয়ত নিজের চরিত্রেই অভিনয় করছি’— বাংলানিউজের সঙ্গে  আলাপে এমনটাই বলেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

সম্প্রতি ‘নোটস’ নামের নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন জয়।  মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন ইরেশ যাকের ও তিশা।

 

‘সত্যি বলছি’খ্যাত গায়ক জয় জানান, শুটিংয়ে নির্মাতা, অভিনয়শিল্পীদের সহযোগিতা পেয়েছেন। এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। ‘নোটস’ আসছে ঈদুল ফিতরে প্রচার হবে এনটিভিতে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।