ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ধূসর হাসপাতাল অথবা রঙিলা আকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, এপ্রিল ২০, ২০১৭
ধূসর হাসপাতাল অথবা রঙিলা আকাশ অন্ত মডেল অন্তু করিম ও মারিয়া মিম

হাসপাতাল মানেই ধূসর ব্যাপার। কে যেতে চায় সেখানে! মডেল অন্তু করিমের বেলায় এমনটি ঘটেছে। হাসপাতালে খারাপ সময় কাটছে তার, কারণ জীবনসঙ্গী মিম গুরুতর অসুস্থ।

চিকিৎসক অন্তু করিমকে বলেছেন, প্রিয়জনকে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। তাই প্রেমিকার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্তু।

 এরই মাঝে ফিরে ফিরে চোখে ভাসে অতীতের সুখস্মৃতি।

কাজী শুভ ও নদীর গাওয়া একটি গানের ভিডিওচিত্রের গল্পে এভাবেই হাজির হয়েছেন অন্ত মডেল অন্তু করিম ও মারিয়া মিম। গানটির নাম ‘রঙিলা আকাশ’। বুধবার ( ১৯ এপ্রিল)  সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এটি।

এ মিজানের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যান। ভিডিওটি তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

মডেল-অভিনেতা অন্তু করিম বললেন, ‘গানের কথা ও ভিডিওর গল্প বেশ মর্মস্পর্শী। কাজটি দারুণ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। ’      

* রঙিলা আকাশ’-এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।