ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘জীবনে না হারলে কেউ জেতে না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, এপ্রিল ২০, ২০১৭
‘জীবনে না হারলে কেউ জেতে না’ শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার (ছবি: সংগৃহীত)

ক’দিন পরেই মুক্তি পাবে ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি ‘সচিন: অ্যা বিলিয়ন ড্রিমস’। আর সে অপেক্ষায় দিন গুনছেন শচীন ভক্ত ও অনুসারীরা।

সম্প্রতি ছবিটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত তার টুইটারে লিখেছিলেন, ‘‘আমার শুভেচ্ছা রইলো ‘সচিন: অ্যা বিলিয়ন ড্রিমস’-এর জন্য। ঈশ্বর মঙ্গল করুন।

’’

‘রোবট’খ্যাত এই তারকার টুইটের উত্তরে শচীন লিখেছেন, ‘‘ধন্যবাম তালাইভা। আশা করছি আপনি এই ছবি তামিলেও এনজয় করতে পারবেন। ’’

রজনীকান্তের পর এবার আবেগে ভাসলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বুধবার (১৯ এপ্রিল) টুইটারে কিং খান লিখেছেন, ‘‘বিশ্বাস করি, যখন আপনি ভালো করেন তখন আমিও ভালো করি। যখন আপনি ভালো করেন না, তখন আমিও হেরে যাই। আপনার লক্ষ লক্ষ ভক্তের মতো আমিও আপনার অভিভাবকত্ব মিস করি। নতুন ছবির জন্য শুভেচ্ছা। ’

শাহরুখের এই টুইটের উত্তরে শচীন জানান, ‘‘জীবনে না হারলে কেউ জেতে না। কেউ কিছু শেখেও না। তোমার কথায় আমি অভিভূত। ’’

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।