ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

আইরিনের নতুন দুই নায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, এপ্রিল ১৭, ২০১৭
আইরিনের নতুন দুই নায়ক আইরিন, ছবি: রাজীন চৌধুরী

চিত্রনায়ক নিরব কিংবা বাপ্পী চৌধুরী নতুন বা নবাগত নন। কিন্তু আইরিনের জন্য তারা নতুন। কারণ প্রথমবার এই দু’জনের বিপরীতে নায়িকা হয়েছেন আইরিন।

১৬ এপ্রিল মহরত হলো 'ভোলা' নামের একটি ছবি। এর মূল নায়ক-নায়িকা হিসেবে আছেন বাপ্পী ও আইরিন।

এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো ছবিতে জুটি হয়েছেন তারা। ছবিতে আরও আছেন প্রসুন আজাদ, সোহেল ও সাইফ চন্দন। ছবির গল্পটি শহুরে সমসাময়িক প্রেক্ষাপট কেন্দ্র করে।  

আইরিন বললেন, ‘ভালো একটি চরিত্র। বিপরীতে হিরো হিসেবে আছেন বাপ্পী। এ ছাড়া আরও আছেন সাইফ চন্দন, যে কি-না একতরফা আমাকে ভালোবাসে। সবমিলিয়ে আশা করছি ভালো একটি গল্প দর্শক দেখতে পাবে। ’ 

অন্যদিকে নিরবের সঙ্গে আইরিনের প্রথম ছবি ‘রৌদ্রছায়া’র প্রথম লটের কাজ শেষ হয়েছে। সিলেটে এর কিছু অংশের দৃশ্যধারণ হয়, পরিচালক বুলবুল জিলানী।  

আইরিন জানান, নিরবের সঙ্গে কয়েকটি মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছিলেন তিনি। সিনেমার পর্দার ডাক এবারই প্রথম।  

নিরব ও বাপ্পীর সঙ্গে আইরিন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’খ্যাত নায়িকা আইরিন বললেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে কাজ করা হয়নি। এটি সরাসরি যুদ্ধের গল্প নয়। তারপরও এমন একটি কাজের অংশ হতে পেরে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।