ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

এক মাস বিশ্রামে অনিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, এপ্রিল ১৭, ২০১৭
এক মাস বিশ্রামে অনিল অনিল কাপুর (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ‘মুবারাকা’ ছবির দৃশ্যধারণ শেষ করে লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন অনিল কাপুর। আর এসেই পায়ে চোট পেয়েছেন বলিউডের এই অভিনেতা। ফলে তাকে এক মাস বিশ্রামে থাকতে হচ্ছে।

এ প্রসঙ্গে অনিলের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘চিকিৎসকরা তাকে এক মাস বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোনো প্রয়োজন ছাড়া তাকে নড়াচড়া করতেও নিষেধ করেছেন তারা।

ওই সূত্র আরও জানান, “বাঁ পায়ে চোট পেয়েছেন ‘নায়ক’খ্যাত এই তারকা। যা ভালো হতে কমপক্ষে এক মাস সময় লাগবে। এ কারণে এখন বাড়ি ও অফিস ছাড়া কোথাও যান না তিনি। এমনকি ফটোশুটের প্রস্তাবে রাজি হন না। ”

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।