ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকায় কেন?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪১, এপ্রিল ১৩, ২০১৭
ঢাকায় কেন? জিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি: সংগৃহীত)

ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর জিৎ এখন ঢাকায়। পৃথক কাজে এসেছেন তারা। তবে অবশ্যই চলচ্চিত্র সংশ্লিষ্ট।

‘ভুবন মাঝি’ ছবিটির সাফল্য উদযাপন করতে এবার এসেছেন পরম। ১২ এপ্রিল মিরপুরে একটি ঘরোয়া আনন্দ অায়োজনে অংশ নেন তিনি।

এ সময় নির্মাতা ফাখরুল আরেফিন খান, অভিনেত্রী অপর্ণা ঘোষ, সুষমা সরকার, অভিনেতা মাজনুন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারি অনুদানে তৈরি ‘ভুবন মাঝি’র মধ্য দিয়ে ঢালিউডের ছবিতে অাত্মপ্রকাশ করেছেন পরম। মুক্তির অপেক্ষায় আছে তার ‘ভয়ংকর সুন্দর’।

এদিকে নির্মাতা হিসেবেও এ দেশে ছবি তৈরি করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা পরম। এরই মধ্যে তার সঙ্গে আলোচনা করেছেন দেশীয় একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। পরমও আগ্রহ দেখাচ্ছেন। আলোচনা এগিয়েছে অনেক দুর।  

‘বাদশা’ ছবির মাধ্যমে এ দেশের পর্দায় ঢুকেছেন কলকাতার নায়ক জিৎ। একাধিকবার ঢাকায় এসেছেন তিনি, শুটিংও করেছেন। তবে প্রথমবারের মতো এফডিসিতে কাজ করছেন তিনি। ১৩ এপ্রিল থেকে ‘বস টু’ নামের যৌথ প্রযোজনার ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে নুসরাত ফারিয়া ও শুভশ্রীও অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।