ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

অপু-আব্রাহামের খোঁজ নিচ্ছেন না শাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, এপ্রিল ১২, ২০১৭
অপু-আব্রাহামের খোঁজ নিচ্ছেন না শাকিব অপু বিশ্বাস, আব্রাহাম ও শাকিব খান (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহামকে স্বীকার করে নিয়েছেন— এমন বক্তব্যের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। এর মধ্যে কিংখান স্ত্রী বা সন্তানের খোঁজ নেননি। ছেলে আব্রাহামকে নিয়ে নিকেতনে নিজের বাসায় অবস্থান করছেন অপু। 

বুধবার (১২ এপ্রিল) দুপর আড়াইটায় বাংলানিউজের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি যোগাযোগ করিনি, শাকিবও না।

সাংবাদিকদের কাছ থেকেই সব শুনছি। ’

এখন অনেকটা ‘অনিশ্চিত’ সময় পার করছেন অপু। তার মতে, আগে আব্রাহামকে নিয়ে নিভৃতে সময় কাটাতেন, এখন সবাই জানার পরও তেমনই সময় কাটছে।  

অপু জানান, এর মধ্যে শাকিব তার বাসায় আসবেন, এ রকম খবরও তার কানে এসেছে। অপু বলেন, ‘দেখা যাক’।  

এমন পরিস্থিতিতে কী ভাবছেন, প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সময়ই বলে দেবে, পরের পদক্ষেপ কী হবে। আপাতত আব্রাহামকে নিয়েই আছি। ’

গুণী এই অভিনেত্রী জানান, আগামী মাসখানেক নিজের যত্ন নিতে চান। চলচ্চিত্রের জন্য তৈরি হবেন। তার মতে, ফিটনেস ঠিক করে তবেই ছবিতে ফিরবেন অপু।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।