ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

এটা ট্র্যাপ ছিলো, বদনাম একজন সুপারস্টারেরই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, এপ্রিল ১১, ২০১৭
এটা ট্র্যাপ ছিলো, বদনাম একজন সুপারস্টারেরই শাকিব খান

ঢাকা: নিজের স্ত্রী পরিচয় ও সন্তানের স্বীকৃতি আদায়ে টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিযোগকে ট্র্যাপ ও গেম বলে অভিহিত করেছেন ঢালিউড কিং শাকিব খান। তিনি বলেছেন, টোটালটাই একটা ট্র্যাপ ছিল, গেম ছিল। ট্র্যাপ একজন সুপারস্টারকে নিয়েই হয়। এখন বদনাম একজন সুপারস্টারেরই হবে।

শাকিব খান বলেন, একটা জিনিস আমার সিনিয়ররাও বলছেন, সামনে ঈদ আছে, আমাকে মানসিক আঘাত দিলে আমার চলচ্চিত্রের ব্যবসা খারাপ হবে। এই ট্র্যাপ থেকে গেমটা সাজানো হয়েছে।

অপু বিশ্বাসের স্ত্রী পরিচয় দাবির প্রেক্ষিতে তিনি বলেন, অপু অফকোর্স আমার ওয়াইফ। ছেলেও (আব্রাহাম খান জয়) আমার। স্ত্রীও আমার।

কিন্তু বিয়ের কথা গোপন রাখার ব্যাপারে অপুর ওপর চাপ বা তার সন্তানের জন্য অর্থ দেওয়া ছাড়া কোনো দায়িত্ব পালন না করার অভিযোগের বিষয়ে শাকিব বলেন, তার অভিযোগের ভিত্তি নেই। একটি পক্ষ তাকে ব্যবহার করেছে।

শাকিব খান দাবি করেন, অপুকে কেউ ভুল বুঝাচ্ছে। আর এ কারণেই তাদের মাঝে ভুল বোঝাবুঝি আরও বাড়ছে।

সোমবার (১০ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের লাইভে এসে অপু বিশ্বাস দাবি করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাকে উপেক্ষা করছেন শাকিব। অভিযোগ তোলেন শাকিব খানের ঔরসজাত সন্তানের মর্যাদা না পাওয়ারও।

এসবের প্রেক্ষিতে শাকিব সোমবার তাৎক্ষণিক জানান, আব্রাহাম খান জয় তার ছেলে। তিনি তার দায়িত্ব নেবেন। কিন্তু অপুর নয়। তবে মঙ্গলবার সে অবস্থান থেকে সরে এসে তিনি অপুকে স্ত্রী হিসেবে স্বীকার করেন। এসব নিয়েই মঙ্গলবার রাতে ফের লাইভে কথা বলেন ঢালিউড কিং।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।