ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

জল ঘোলা করে অপুকেই স্ত্রী মানলেন শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, এপ্রিল ১১, ২০১৭
জল ঘোলা করে অপুকেই স্ত্রী মানলেন শাকিব শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি: সংগৃহীত)

অবশেষে জল ঘোলা করে তীব্র সমালোচনার মুখে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ‘অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল (১০ এপ্রিল) আমি অপুকে নিয়ে রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে একাধিক গণমাধ্যমে এমন কথা জানিয়েছেন শাকিব খান। একদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে এক হওয়ার কথা জানালেন অপু-শাকিব।

 

শাকিব নিজের ভুল স্বীকার করেছেন। তবে এটাও জানালেন যে, অপু অন্যের কথা শুনে এমনটা করেছে। এখন তারা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন।

এদিকে অপু জানান, শাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, এটা এই নায়িকার জন্য অনেক বড় পাওয়া।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।