ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

শাকিব খান ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, এপ্রিল ১০, ২০১৭
শাকিব খান ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন শাকিব খান

অপু বিশ্বাসের আচরণে ক্ষুব্ধ চিত্রনায়ক শাকিব খান সোমবার (১০ এপ্রিল) দিনভর অসংলগ্ন কথা বলেছেন। অপুকে বিয়ে করেননি কিন্তু সন্তানের পিতৃত্ব মেনে নিচ্ছেন, অপু তারই স্ত্রী কিন্তু তাকে অসম্মান করায় অস্বীকার করছেন, অপু নায়িকা হয়ে থাকতে চায়, স্ত্রী নয়— শাকিব এমন অনেক মন্তব্য করেছেন বিভিন্ন গণমাধ্যমের কাছে। এবার দেখা যাক নিজের ডাকা সংবাদ সম্মেলনে কিংখান কী বলেন।

চিত্রনায়ক শাকিব খান মঙ্গলবার (১১ এপ্রিল) বিয়ে-সন্তানসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। রাজধানীর ওয়েস্টইনে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে।

সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, শাকিব তার স্বামী। তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। সরাসরি প্রচারিত ওই সাক্ষাৎকারের পরই তোলপাড় শুরু হয় দেশজুড়ে, সমালোচনা মুখে পড়ে শাকিব।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।