ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

আমি ট্র্যাপে পড়বো ভাবতে পারিনি: শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, এপ্রিল ১০, ২০১৭
আমি ট্র্যাপে পড়বো ভাবতে পারিনি: শাকিব খান শাকিব খান, ছবি: বাংলানিউজ

শাকিব খানের বক্তব্য অনুযায়ী আব্রাহাম খান জয় তারই সন্তান কিন্তু অপু তার স্ত্রী নয়। দু’জনের আবেগের ফসল এই সন্তান। একটি টেলিভিশনের সঙ্গে ফোনালাপে শাকিব বলেন, ‘আমি ট্র্যাপে পড়বো ভাবতে পারিনি।’

সোমবার (১০ এপ্রিল) বিকেলে অপুর লাইভের পর শাকিব গণমাধ্যমকে জানান, আব্রাহামের দায়িত্ব নেবেন কিন্তু অপুর নয়। কারণ অপু তার স্ত্রী নয়।

সত্যি কী তাই?

এ ব্যাপারে অপু জানান, তাদের বিয়ে হয়েছিলো ২০০৮ সালের ১৮ এপ্রিল। সেই কাগজপত্র রয়েছে শাকিবের কাছে। তিনি যদি এই বিয়ে অস্বীকার করেন তাহলে অপুর কিছু করার নেই।

টেলিভিশনটির সঙ্গে ফোনালাপে ক্ষুব্ধ শাকিব বললেন, ‘আব্রাহাম আমরই সন্তান। আমি মানুষ হিসেবে ওকে অস্বীকার করবো না। আমি চাইলেই অস্বীকার করতে পারতাম। এতোগুলো দিন ধরে আমি ওর পাশে আছি। দু’দিন আগেও আমি অপুকে ১২লক্ষ টাকা দিয়েছি। যে অপুকে আমি টেনে তুলেছি। সেই অপুই আমাকে ডোবানোর জন্য এমন জঘন্য চক্রান্ত করলো!’

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।