ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

অপুর দায়িত্ব নেবেন না শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, এপ্রিল ১০, ২০১৭
অপুর দায়িত্ব নেবেন না শাকিব শাকিব খান

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর এখন টক অব দ্য কান্ট্রি। অপু বিশ্বাসের স্বীকারোক্তির পর শাকিব গণ্যমাধ্যমকে জানিয়েছেন যে, সন্তান আব্রাহামের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু স্ত্রী হিসেবে অপুর দায়িত্ব নেবেন না তিনি।

১০ এপ্রিল বিকেলে নিউজ ২৪- লাইভে চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক অজানা তথ্য দিয়েছেন। এদিকে শাকিবও স্বীকার করেছেন অপুকে ২০০৮ সালে বিয়ে করার কথা।

ছেলে আব্রাহাম খান জয়ের ব্যাপারেও মুখ খুলেছেন তিনি।

শাকিব একটি দৈনিকের অনলাইনকে বলেছেন, ‘সন্তানের দায়িত্ব নেবো। অপুর দায়িত্ব নেবো না। ’ তার মতে, লাইভে গিয়ে অপু বিশ্বাস তাকে অসম্মান করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।