ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

শাকিব সাম্রাজ্যে অপুর হানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, এপ্রিল ১০, ২০১৭
শাকিব সাম্রাজ্যে অপুর হানা! অপু বিশ্বাস ও শাকিব খান, ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের একচ্ছত্র নায়ক শাকিব খান। সাফল্যের শীর্ষে থাকা এই অভিনেতার সাম্রাজ্যে হানা দিচ্ছেন অপু বিশ্বাস। দীর্ঘদিন জুটি বেঁধে অভিনয় করলেও দু’জনের প্রকৃত সম্পর্ক নিয়ে ছিলো রহস্য। সোমবার (১০ এপ্রিল) রহস্যের জট খুলতে অপু আসছেন টেলিভিশন লাইভে।

অপুর সঙ্গে কথা বলে তার দীর্ঘদিনের লালিত ‘ক্ষোভ’-এর আঁচ পাওয়া গেলো। এর পুরোটাই যে শাকিবের বিরুদ্ধে সেটা সাংবাদিকরাও জানেন।

বিভিন্ন সময়ে অপু-শাকিবের বিয়ের গুঞ্জন, সন্তান জন্মদানের খবর এসেছে গণমাধ্যমে। এবার সে ব্যাপারেও জানা যাবে। অপু সব ধরনের প্রস্তুতি নিয়েই লাইভে আসছেন।

বিকেল ৪টায় (১০ এপ্রিল) অপেক্ষার অবসান ঘটাবেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদভিত্তিক বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি কথা বলবেন দীর্ঘদিন আঁড়ালে থাকা অপু।   

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।