গত বছরের জুলাইয়ের আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন পূর্ণি। মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে গানটি।
গণমাধ্যমের নানা মুখোমুখি হয়ে তরুণ গায়িকা ও অভিনেত্রী বলেন, প্রেমে তো পড়তে পারছি না। প্রেমে পড়তে চাচ্ছি, কিন্তু পারছি না।
তবে নিজের পছন্দের ছেলেকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন বলে জানান পারসা। কিন্তু জুতসই তেমন কাউকে এখনো নাকি মনে ধরেনি।
তার কথায়, আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। যে কারণে হয়তো ভালো কোনো পছন্দমতো ছেলে খুঁজে পাচ্ছি না। এখন মানুষকে তো আর কাস্টমাইজ করে বানানো যায় না। আমি যেমন চাই, তেমন ছেলেই পেয়ে গেলাম, সেটা প্রত্যাশা করে বসে থাকারও অর্থ হয় না। এটা তো মানতেই হবে। আমার পছন্দমতো সবকিছু হবে, সেটা তো অবশ্যই নয়। এমন হতে পারে, আমি যেমনটা চাই তার চেয়ে একদম বিপরীত ধরনের কাউকে পছন্দ হয়ে গেল। তেমনও হতে পারে।
পারশা আরও বলেন, আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কারও সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সবকিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।
ক্যারিয়ারে গান ও অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে চান পারশা। অভিনয় এখনো সেভাবে রপ্ত করতে পারেননি বলেই মনে করেন তিনি। তবে নিজেকে সব সময় গানের মানুষ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
পারশা মাহজাবীন জানান, ক্যারিয়ার শুরুর পর শুধু নাটক নয়, সিনেমাতে নাকি নায়িকা হওয়ার একাধিক প্রস্তাব পেয়েছেন। তবে সিনেমায় কাজ করার জন্য নিজেকে আরও পাকাপোক্ত করে নিতে চান তিনি। কোনো কিছু নিয়েই তাড়াহুড়া নাই তার।
এনএটি