ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে বিনোদ খান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, এপ্রিল ৫, ২০১৭
হাসপাতালে বিনোদ খান্না বিনোদ খান্না (ছবি: সংগৃহীত)

হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না। ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত তারকার ছেলে রাহুল খান্না।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘পানি স্বল্পতাজনিত সমস্যার (ডিহাইড্রেশন) কারণে শুক্রবার (৩১ মার্চ) বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সবকিছু ঠিক আছে।

আগের থেকে অনেকটা সুস্থ আছেন বাবা। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ’   

এদিকে, বিপদে বাবার পাশে থাকার জন্য হাসপাতাল কর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

১৯৪৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহন করেন বিনোদ খান্না। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১টি ছবিতে অভিনয় করেছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরি আপনে’, ‘মেরি গাঁও, মেরি দেশ’, ‘ইনকার’, ‘আচানক’, ‘কুরবান’, ‘ইমতিহান’ প্রভৃতি। শুধু বলিউড নয়, পাকিস্তানি ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই তারকা।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।