ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সিলন টি-এর উপস্থাপনায়

বাবার জন্মদিনে তিলোত্তমার ‘মহানায়কের গান সিজন ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, সেপ্টেম্বর ৩, ২০২৫
বাবার জন্মদিনে তিলোত্তমার ‘মহানায়কের গান সিজন ২’

ঢাকাই সিনেমায় সত্তর-আশির দশকে যেক’জন সুদর্শন নায়ক দর্শকের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম বুলবুল আহমেদ। যিনি আজও অমর হয়ে আছেন সিনেপ্রেমী দর্শকদের হৃদয়ে।

তাকে দেশীয় সিনেমার মহানায়ক বলা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের এ দিনে রাজধানীর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।

এই অভিনেতার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার চলচ্চিত্র জগতে কর্মের অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সঙ্গীত শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছেন অভিনেতার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা।  

জানা গেছে, ‘দেবদাস’খ্যাত এই সু-অভিনেতার অভিনীত চলচ্চিত্রের কালজয়ী কিছু গান নতুন করে ‘মহানায়কের গান সিজন ১’-এ গেয়েছিলেন তিলোত্তমা। পিতার প্রতি কন্যার এই শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে সিলন টি আবারও স্মরণ করছে সেই সব গুণী সুরকার, গীতিকার এবং শিল্পীদের, যাদের কল্যাণে যুগে যুগে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের গান।

এবার ‘মহানায়কের গান’ সিজন ২-এ আসছে ‘সঙ্গিনী’ সিনেমার ‘দুটি মন যখন কাছে এলো’ গানটি। পূর্বের ন্যায় এবারের সিজনও দর্শকদের মন কাড়বে বলে বিশ্বাস করেন এর আয়োজকরা।  

বলে রাখা যায়, অভিনেতা বুলবুল আহমেদ ২০১০ সালে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এ দুর্দান্ত রূপদান তাকে দর্শকের কাছে চির স্মরণীয় করে রাখবে। এছাড়াও ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্য কন্যা’, ‘ধীরে বহে মেঘনা, ‘জীবন নিয়ে জুয়া, ‘রূপালী সৈকতে’, ‘বধূ বিদায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দি ফাদার’, ‘দুই নয়নের আলো’ সিনেমাগুলোর কারণে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন বুলবুল আহমেদ।  

কর্মজীবনের চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বুলবুল আহমেদ। দাম্পত্য জীবনে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। এই দম্পতির তিন সন্তানের মধ্যে মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ। তিলোত্তমা গানের জগতে এবং ঐন্দ্রিলা দেশীয় নাটকের জনপ্রিয় মুখ।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।