ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ফেনীতে ‘ভুবন মাঝি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, এপ্রিল ৪, ২০১৭
ফেনীতে ‘ভুবন মাঝি’ ‘ভুবন মাঝি’র দৃশ্যে অপর্ণা ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়

ফেনী: ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার (৫ এপ্রিল) দেখানো হবে আলোচিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ওইদিন মোট ৪টি শো অনুষ্ঠিত হবে।

কয়েকটি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিলো মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ভুবন মাঝি’। কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষকে নিয়ে তৈরি ছবিটি এখন বিকল্প ব্যবস্থায় দেখানো হচ্ছে দেশজুড়ে।

এরই ধারাবাহিকতায় ফেনীর দর্শকরা দেখবেন ‘ভুবন মাঝি’।

চলচ্চিত্র প্রদর্শনের আয়োজনে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, সুবচন নাট্যদল, ফেনী থিয়েটার ও ফেনীর ঢোল।

মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

ফেনী জেলা কালচারাল অফিসার এইচটিএম কামরান ফেনীবাসীকে মিলনায়তনে এসে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।

আয়োজক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী শো শুরু সকাল ১০টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এএটি/আরআই/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।