ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

পাওলি নাকি নুসরাত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, এপ্রিল ১, ২০১৭
পাওলি নাকি নুসরাত? পাওলি দাম ও নুসরাত (ছবি: সংগৃহীত)

পাওলি দাম ও নুসরাত। দু’জনই কলকাতার ছবির পরিচিত মুখ। ঢাকার দর্শকের কাছেও রয়েছে তাদের গ্রহণযোগ্যতা। নিয়মিত ভিনদেশি শিল্পীর চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এখানে। এরই ধারাবাহিকতায় পৃথক দুই ছবির মাধ্যমে পর্দা-লড়াইয়ে নামছেন পাওলি ও নুসরাত।

৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘সত্তা’ ছবিটি। এতে শাকিব খানের নায়িকা পাওলি দাম।

একইদিনে দর্শক দেখবেন ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিটি। কলকাতার ছবি হলেও সাফটা চুক্তির আওতায় এটি মুক্তি দেওয়া হচ্ছে এখানে। ছবিটির বিপরীতে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ‘নগর মাস্তান’। এতে আছেন পরী মনি ও শাহরিয়াজ।

অন্যদিকে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’তে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও নুসরাত। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, শাকিব খান বনাম অঙ্কুশ আর পাওলি বনাম নুসরাত লড়াই বেশ জমে উঠবে।  

কিং খানের মুখোমুখি হয়ে অঙ্কুশ কতোটা সফল হন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে পাওলি নাকি নুসরাত— এখানে কার জনপ্রিয়তা বেশি সেটিও বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।