ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘থাইয়া থাইয়া’ থেকে ‘ছাইয়া ছাইয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, এপ্রিল ১, ২০১৭
‘থাইয়া থাইয়া’ থেকে ‘ছাইয়া ছাইয়া’ ‘ছাইয়া ছাইয়া’ গানের দৃশ্য

২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। অভিনয় নয়, সেসব ছবির গানের তালে নাচতেও দেখা গেছে তাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি গান হলো ‘ছাইয়া ছাইয়া’।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবিতে ব্যবহার করা হয়েছিলো গানটি। এতে শাহরুখের সঙ্গে আরও ছিলেন মালাইকা অরোরা।

তবে গানটির পেছনের গল্প জানা নেই কারও। এমনকি কিং খান কেনো এমন একটি গানে অভিনয় করলেন তাও জানেন না কেউ। সম্প্রতি পেছনের গল্প বললেন কিংবদন্তি লেখক-গীতিকার গুলজার।

যেখানে তিনি জানান, দার্শনিক বুল্লে সাহর সুফি গান ‘থাইয়া থাইয়া’ থেকে অনুপ্রারিত হয়ে ‘ছাইয়া ছাইয়া’ গানটি লিখেছিলেন তিনি। এমনকি গানটির কথা শোনার পর শাহরুখের এতোটাই ভালো লাগে যে, তিনি ঠিক তখনই পরিচালক মনি রত্নমের কাছে গিয়ে অনুরোধ করেন এই গানটিতে থাকতে চান তিনি। বিশেষ করে এর তালে নাচতে চান কিং খান।

চমকপ্রদ ব্যাপার হলো, শাহরুখ গানটিতে অভিনয় করতে পারবেন কি-না এ জন্য গুলজারের কাছে সম্মতি নিতে গিয়েছিলেন মনি রত্নম। পরবর্তীতে তিনি সম্মতি জানান।

** ‘ছাইয়া ছাইয়া’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।