ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

কী কারণে ঢাকায় এলেন দেব?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, মার্চ ৩১, ২০১৭
কী কারণে ঢাকায় এলেন দেব? দেব (ছবি: সংগৃহীত)

‘শুভ সকাল, সবাইকে। আমার খুব প্রিয় একটি দেশে যাচ্ছি। শিগগিরই সবাইকে জানাবো।’ কয়েক ঘণ্টা পর, ‘এইতো বাংলাদেশ, খুব বেশি উত্তেজিত’— কলকাতার নায়ক দেব-এর ফেসবুক পাতায় এই দুটি স্ট্যাটাস মিলেছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ঢাকায় এসেছেন জনপ্রিয় এই অভিনেতা।  

যৌথ প্রযোজনার ছবির উদ্দেশে অনেক তারকাই এ দেশে আসছেন। দেব কী তাদেরই ধারাবাহিকতা রক্ষা করছেন? হতে পারে, আবার নাও হতে পারে।

কারণ দেব একজন রাজনীতিবিদ। রাজনৈতিক কাজেও হতে পারে তার এই ঢাকা সফর।

খোঁজ নিয়ে জানা গেছে, ১-৫ এপ্রিল সংসদ ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। বিশ্বের বিভিন্ন দেশের সাংসদেরা এখানে অংশ নেবেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করা দীপক অধিকারী দেব এই আয়োজনে যোগ দিতে ঢাকায় এসেছেন বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি দেব ছবির কাজেও মিলিত হতে পারেন দেশীয় চলচ্চিত্রের একাধিক মানুষের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।